*Schedule an appointment for E-passport, visa, NVR, Birth Registration, and other consular matters (Click here). ই-পাসপোর্ট, ভিসা, এনভিআর, জন্ম নিবন্ধন এবং অন্যান্য কনস্যুলার বিষয়গুলির জন্য একটি অ্যাপয়েন্টমেন্টের অনুসরণ করুন। এপয়েন্টমেন্ট-এর জন্য এখানে ক্লিক করুন।*


বাংলাদেশ বিনা প্রতিদ্বন্দিতায় আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) এর গভর্নিং বডির সদস্য নির্বাচিত

বাংলাদেশ স্থায়ী মিশন

জেনেভা। 

 

প্রেস বিজ্ঞপ্তি

০৭ জুন ২০২৪ খ্রিঃ

বাংলাদেশ বিনা প্রতিদ্বন্দিতায় আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) এর গভর্নিং বডির সদস্য নির্বাচিত

জেনেভা, ৭ জুন ২০২৪ : বাংলাদেশ আগামী ২০২৪-২৭ মেয়াদের জন্য আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) এর গভর্নিং বডির পূর্ণ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে। আজ শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় ১১২তম  আন্তর্জাতিক শ্রম সম্মেলনে অনুষ্ঠিত নির্বাচনে বাংলাদেশ বিনা প্রতিদ্বন্দিতায় সংস্থাটির গভর্নিং বডির সদস্য নির্বাচিত হয়।

আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO)  এর পরিচালনা পর্ষদ ও নীতি নির্ধারনী ফোরাম গভর্নিং বডিতে সরকারের জন্য ২৮ (আটাশ) টি সদস্যপদ রয়েছে যার মধ্যে ১০ (দশ) টি উচ্চ শিল্পগুরুত্বসম্পন্ন দেশের জন্য সংরক্ষিত থাকে। অবশিষ্ট ১৮ (আঠারো) টি সরকারি সদস্যপদের জন্য আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) এর ১৭৭ টি দেশ প্রতিদ্বন্দিতা করে থাকে। দক্ষিণ-মধ্য এশিয়ার সাতটি দেশের জন্য একটিমাত্র সদস্যপদ বরাদ্দ থাকায় এ অঞ্চলের সদস্য নির্বাচনে সাধারণত তীব্র প্রতিদ্বন্দিতা হয়ে থাকে। তবে এবছরের নির্বাচনে বাংলাদেশ কূটনৈতিক তৎপরতা চালিয়ে অন্যান্য প্রত্যাশী দেশগুলোর সাথে সমঝোতার মাধ্যমে দক্ষিণ-মধ্য এশিয়া অঞ্চল থেকে একমাত্র সদস্যপদ প্রার্থী হিসেবে বাংলাদেশের নাম উত্থাপন করেছে।

এশিয়া ও প্রশান্ত মহাসগরীয় অঞ্চল থেকে মোট ৪ (চার) টি দেশ সদস্য নির্বাচিত হয়েছে। ইতোপূর্বে বাংলাদেশ ১৯৯৬-৯৯ ও ২০০৮-১১ মেয়াদে সংস্থাটির গভর্নিং বডির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিল। এ সদস্যপদ লাভের মাধ্যমে বাংলাদেশ সংস্থাটির নীতি নির্ধারণ ও পরিচালনায় কার্যকর অবদান রাখা এবং সংস্থাটির ত্রিপক্ষীয় অংশীদারদের সঙ্গে সম্পর্ক জোরদার করার সুযোগ পাবে বলে আশা করা যায়। শ্রম প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম চৌধুরী এম. পি  সম্মেলনস্থলে উপস্থিত থেকে ভোটগ্রহণ প্রত্যক্ষ করেন এবং কূটনৈতিক সাফল্যের জন্য বাংলাদেশ স্থায়ী মিশন জেনেভা, পররাষ্ট্র মন্ত্রণালয় ও শ্রম মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

--------------------